১৭ জুন ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৭ জন

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ জানুয়ারী, ২০২৩, ০৮:৩১ পিএম
ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৭ জন


‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২২’ পেলেন সাত জন। তারা হলেন কিশোর উপন্যাসে কাইজার চৌধুরী, ছড়ায় মাহমুদউল্লাহ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে ফারুক হোসেন, কিশোর গল্পে মানজুর মুহাম্মদ, প্রচ্ছদ শিল্পে  ধ্রুব এষ এবং তরুণ শিশুসাহিত্যিক নেয়ামুল হক ও হাসনাইন আহমদ। শনিবার (২৮ জানুয়ারি)  বিশ্বসাহিত্য কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কবি ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক নাসির আহমেদ। সভাপতিত্ব করেন ছড়াকার ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ‘ছোটদের সময়’ সম্পাদক শিশুসাহিত্যিক ও ছড়াকার মামুন সারওয়ার।

ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘সাহিত্যের সব শাখার মধ্যে শিশুসাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার কাছে গ্রহণযোগ্য।  আমাদের আগামী প্রজন্মের সুষ্ঠু বিকাশের জন্য শিশুসাহিত্য বেশি বেশি চর্চা করতে হবে। ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার যারা পেয়েছেন, তারা ইতোমধ্যে শিশুসাহিত্যে অনেক অবদান রেখেছেন। তার জন্য এই পুরস্কার।’

নাসির আহমেদ  বলেন, ‘ছোটদের সময়ে আমি নিয়মিত লিখি। অসাধারণ একটি কাগজ। সারাদেশের স্কুল-কলেজের ছাত্র -ছাত্রীরা কাগজটি পড়বে। তোমাদের মেধা বিকাশের জন্য কাগজটি খুবই গুরুত্বপূর্ণ।’

সুজন বড়ুয়া বলেন, ‘আমাদের দেশে শিশুসাহিত্যের অনেক কাগজ আছে। ছোটদের সময় এর ভেতরে অন্যতম। তরুণদের লেখার পাশাপাশি সেরা লেখকের সেরা লেখায় কাগজটি প্রকাশিত হয়। যার প্রতিটি সংখ্যায়ই সংগ্রহে রাখার মতো।’

অনুষ্ঠানে ছড়া পাঠ করেন আহমেদ জসিম, আহমদ মতিউর রহমান, স. ম. শামসুল আলম, দেলওয়ার বিন রশিদ,   ইউসুফ রেজা, মোশতাক আহমেদ, চন্দনকৃষ্ণ পাল,   রমজান মাহমুদ, সরকার হুমায়ুন, গোলাম নবী পান্না, হাসান রাউফুন, অদ্বৈত মারুত,  গিয়াস উদ্দিন রূপম, কাজী মোহিনী ইসলাম, ওমর ফারুক নাজমুল, হোসাইন মোহাম্মদ দেলোয়ার, শারমিন ইসলাম রত্না, ফারজানা রাউফুন, অজিতা মিত্র, হোসাইন আল নাহিদ, শাহিন রায়হান, সুলতান মাহমুদ প্রমুখ। 



আরো পড়ুন