২৬ জুন ২০২৪, বুধবার



ইসরায়েল বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক || ১১ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
ইসরায়েল বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত


অধিকৃত পশ্চিম তীরে শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী।শুক্রবার(১১ আগস্ট) ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফা  এ তথ্য জানিয়েছে।

তবে এ ব্যাপারে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। 

থাবেত সরকারি হাসপাতালের পরিচালক ডাক্তার আমিন কাদের ফিলিস্তিনি টেলিভিশনকে বলেন, নিহত ফিলিস্তিনির ঘাড়ে গুলি চালানো হয়েছে। এছাড়া এ অভিযানে আরও আটজন আহত হয়েছেন। 

পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আধিপত্য বিস্তারকারী ফাতাহ দল নিহত ব্যক্তিকে নাম পরিচয় শনাক্ত করেছে। তার নাম মাহমুদ জারাদ। তিনি ফাহাত দলের সদস্য ছিলেন। তবে কোনো যোদ্ধা ছিলেন না। 

গত ১৫ মাসে পশ্চিম তীরে দখলদার ইসরায়েল বাহিনীর অভিযান ক্রমাগত বেড়েছে। ওই এলাকায় সম্প্রতি ইহুদিদের বসতি স্থাপনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। 

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ১৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২৪ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন