২৫ জুন ২০২৪, মঙ্গলবার



শেষ মুহূর্তে বিক্রি বেড়েছে পোশাকের দোকানে

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৬ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম
শেষ মুহূর্তে বিক্রি বেড়েছে পোশাকের দোকানে


রাত পোহালে পবিত্র ঈদুল আজহা। ঈদুল ফিতরের সময় ১৫-২০ দিন আগে থেকেই দিনাজপুরের হিলিতে পোশাকের দোকানগুলোতে ভির লক্ষ করা গেলেও ঈদুল আজহায় সেই চিত্র ভিন্ন। যদিও এখন একটু বিক্রি বেড়েছে। তবে বেশি বিক্রি হচ্ছে ছোটদের তৈরি পোশাক। তাও আবার শেষ মুহূর্তে এসে। 

ক্রেতারা বলছেন, ঈদুল ফিতর আসে একবছর পর। তাই ছোট-বড় সবার সাধ্য অনুযায়ী নতুন পোশাক কেনার চাহিদা থাকে। কিন্তু মাত্র আড়াই মাস পর ঈদুল আজহায় বড়দের মধ্যে আর সেই চাহিদা থাকে না। তবে, নিজেরা না নিলেও পরিবারের ছোট বাচ্চাদের জন্য পোশাক কিনতে হয়। তাই তারা বাজারে এসেছেন ছোটদের তৈরি পোশাক কিনতে। আর বিক্রেতারা বলছেন, প্রতিবছর ঈদুল ফিতরের সময় যে বিক্রি হয়, ঈদুল আজহার সময় তার অর্ধেকও বিক্রি হয় না। ক্রেতারা কোরবানির পশু কিনতে ব্যস্ত থাকেন। তবে অনেকে আসছেন ছোটদের পোশাক কিনতে। 

হিলিবাজারে পোশাকের দোকানে কথা হয় মোছা. কুলছুমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা মধ্যবিত্ত আয়ের মানুষ। তাই কোরবানি দেওয়ার পর আর আমাদের পবিারের সবার জন্য পোশাক কেনা সম্ভব হয় না। তারপরও ছোট বাচ্চারা তো আর সেটা বোঝে না। তাই ছোট বাচ্চাদের জন্য তৈরি পোশাক কিনতে এসেছি। আর ঈদুল ফিতর  একবছর পর আসায় পরিবারের ছোট-বড় সবার জন্য পোশাক কেনা ধুম পড়ে যায়।’

হিলিবাজারের লাবণ্য ফ্যাশনের মালিক মো. আনারুল ইসলাম বলেন, ‘প্রতিবছর ঈদুল ফিতরের সময় আগেই থেকে যেমন বিক্রি একটা চাপ থাকে। ঈদুল আজহায় সেই চাপ আগে থেকে থাকে না। এই দু’তিন দিন হলো একটু চাপ বেড়েছে। তাও আবারও ছোটদের পোশাকের। হিলিবাজারের সব দোকানেই ছোটদের তৈরি পোশাকের বিক্রি কমবেশি  বেড়েছে।’ 

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন