২৫ জুন ২০২৪, মঙ্গলবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার পেলেন শান্তনু কায়সার

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ মে, ২০২৪, ০৬:০৫ পিএম
অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার পেলেন শান্তনু কায়সার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কবি জয়দুল হোসেন


অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার-২০২৪ পেলেন অধ্যাপক শান্তনু কায়সার (মরণোত্তর)। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার ছেলে রাসেল রায়হানের হাতে পুরস্কারের ক্রেস্ট, নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কবি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জয়দুল হোসেন, কবি পিয়াস মজিদ ও অধ্যাপক মাইদুল ইসলাম পাঠান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি মো. আ. কুদ্‌দূস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছোটকাগজ 'প্লাটফর্ম'-সম্পাদক হেলাল উদ্দিন হৃদয়।

অদ্বৈত গবেষণায় বিশেষ অবদানের জন্য অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে বিগত দুই বছর যাবত ‘অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার’ দেওয়া হচ্ছে।



আরো পড়ুন