২৬ জুন ২০২৪, বুধবার



জান্তার বিচারে ৭ বছরের কারাদণ্ড সু চির

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ ডিসেম্বর, ২০২২, ০৫:৪২ পিএম
জান্তার বিচারে ৭ বছরের কারাদণ্ড সু চির অং সান সু চি (ফাইল ছবি)


অং সান সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলায় পাঁচ অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন সামরিক জান্তাশাসিত মিয়ানমারের আদালত। শুক্রবার (৩০ ডিসেম্বর) মিয়ানমানের সামরিক জান্তার আদালত এই আদেশ দেন। আদালত সূত্রের বরাত দিয়ে বিট্রিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অং সান সু চির বিরুদ্ধে করা মামলার শেষ রায়ের তারিখ ধার্য ছিল।  রুদ্ধদ্বার এজলাসে  ৭ বছরের কারাদণ্ডের  আদেশ দিয়েছেন জান্তা আদালত।  

এর আগে বেশকিছু মামলার রায়ে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় অং সান সু চিকে। এবারের সর্বশেষ রায়ে তাকে আরও ৭ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হলো। তবে, এ বিষয়ে জানতে চাইলে রয়াটার্সের কাছে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, অং সান সুচি শান্তিতে নোবেল পেয়েছেন। ৭৭ বছর বয়সী এই নেত্রীকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি বন্দি করে মিয়ানমারের সামরিক বাহিনী। একই দিন নির্বাচিত সরকারকে মাধ্যমে মতাচ্যুত করে সেনাবাহিনী।  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন