২৬ জুন ২০২৪, বুধবার



ভারতের আগরতলায় সবুজ পৃথিবীর বৃক্ষ রোপণ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৪ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
ভারতের আগরতলায় সবুজ পৃথিবীর বৃক্ষ রোপণ


জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে সবুজ পৃথিবীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার নব প্রান্তিক অনাথ আশ্রমে এই বৃক্ষরোপণ করা হয়।

সবুজ পৃথিবী কালিহাতী শাখার সভাপতি মো. বুলবুল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী সবুজ পৃথিবীর এই বৃক্ষ রোপণ চলবে। আমরা ভারতে এসেছি বৃক্ষ রোপণ করার জন্য। এখানকার লোকজনের সঙ্গে বৃক্ষ রোপণ নিয়ে আলোচনা করছি যাতে ভারতের বিভিন্ন এলাকায় তারা নিয়মিত বৃক্ষ রোপণ করেন।

বুলবুল আরও বলেন,‘সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের পরামর্শে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই বৃক্ষ রোপণ চলবে।’

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা কবিতার প্রধান অ্যাডমিন কবি কবীর হুমায়ূন, কবি ফরিদ হাসান, কবি আফরিনা নাজনিন মিলি, কবি লতিফুর রহমান প্রামাণিক, কবি শেখ মো. খবির উদ্দিন, কবি জে আর এ্যাগ্নেস, কবি রুনা লায়লা, কবি আকুল শেখ, কবি স্বপন বিশ্বাস, কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়, কবি বিভূতি দাস, কবি মুকুল সরকার, কবি আর্যতীর্থ, কবি রূপক মুখার্জী, কবি যাদব চৌধুরী, কবি সুদীপ মুখার্জী, কবি চিত্তরঞ্জন সরকার, কবি মৌমিতা জানা, কবি উদয় চক্রবর্তী, কবি অনুরাধা চক্রবর্তী, কবি অভিজিৎ দাস, কবি সমীর প্রামাণিক, কবি অসিত কুমার রায়, কবি সঞ্জয় কর্মকার, কবি সোমদেব চট্টোপাধ্যায়, কবি আভা সরকার মন্ডল, কবি জন্টু দাস, কবি দিলীপ চট্টোপাধ্যায়, কবি বিশ্বজিৎ শাসমল।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন