১৬ জুন ২০২৪, রবিবার



ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ২২ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম
ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড


ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। শুরুতেই ১৯ রানে ২ উইকেট হারিয়ে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। তবে সেখান থেকে রাচিন রাবিন্দ্র ও ড্যারেল মিচেলের শতরানের জুটিতে ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে  ব্লাক ক্যাপস বাহিনী। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২ ওভার শেষে ২ উইকেটে ১৬৭ রান। ক্রিজে রাচিন রবীন্দ্র ৭৪ ও  ড্যারিল মিচেল ৬৯ রানে অপরাজিত আছেন।

রোববার (২২ অক্টোবর) ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধন করেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে।

শুরুতেই কনওয়েকে হারায় ব্ল্যাকক্যাপসরা। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সিরাজের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন তিনি। আরেক ওপেনার উইল ইয়ংও ১৭ রানের বেশি করতে পারেননি। তাকে বোল্ড করেন শামি।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন