২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



যে কারণে দাম বেড়েছে পেঁয়াজের

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনজাপুর) || ৩০ অক্টোবর, ২০২৩, ১০:৪০ এএম
যে কারণে দাম বেড়েছে পেঁয়াজের


ভারত সংকটের অজুহাতে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন দিনাজপুরের হিলিবন্দরের আমদানিকরা। তারা বলছেন, এই কারণেই প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানিত মূল্য ন্যূনতম ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা আগে প্রতি মেট্রিক ২৫০ থেকে ৩০০ মার্কিন ডলারে আমদানি হতো। এদিকে, শনিবার (২৮ অক্টোবর) ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঞ্জি স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।  রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর শুরু হয়েছে। ভারতের এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা।

সন্তোষ কুমার সারঞ্জি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পেঁয়াজের নতুন রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। যে সমস্ত পেঁয়াজের চালান ইতোমধ্যে রপ্তানির জন্য অনুমদন দেওয়া হয়েছে সে সমস্ত পেঁয়াজ আগের নিয়মেই রপ্তানি করা হবে। রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর হবে। এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ নূন্যতম ৮০০ মার্কিন ডলারে রফতানি করতে হবে বলেও জানানো হয়েছে ওই চিঠিতে।

এদিকে আজ সোমবার ( ৩০ অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা গেছে, আগের আমদানিকৃত পেঁয়াজ প্রতিকেজি ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবারও কিছু দোকানে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতরা মো. রুবেল হোসেন বলেন, ‘আমরা বন্দর থেকে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে খুচরা বিক্রেতাদের কাছে ৯০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর খুচরা বিক্রেতারা ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পেঁয়াজ আমদানিকারক মো. হারুন উর রশিদ হারুন বলেন, ‘ভারতের এই সিদ্ধান্তের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও বাড়বে। ভারতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারণে পেঁয়াজের ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকারণে গত কয়েকদিন ধরেই ভারতের মোকামগুলোতে পেঁয়াজের দাম বেশি।’

তিনি আরও বলেন, ‘২৫ টাকা (রুপি) কেজি দরের পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ৫০ টাকা (রুপি) কেজি দরে। এরফলে দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। পূজার ছুটির মধ্যে প্রতিকেজি পেঁয়াজ পাইকারি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘পূজার ছুটির পর থেকেই হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। তবে ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে আগের চেয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমেছে।’ 

ঢাকা বিজনেসে/এমএ/



আরো পড়ুন