২৬ জুন ২০২৪, বুধবার



ঈদে এলো রাজু আহম্মেদের ৫ মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক || ০৫ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
ঈদে এলো  রাজু আহম্মেদের ৫ মিউজিক ভিডিও


ঈদ আয়োজনে প্রকাশিত হয়েছে রাজু আহম্মেদের নির্মাণে ৫টি মিউজিক ভিডিও। গানগুলো এসেছে রাজ ফিল্মস প্রোডাকশন, সংগীতা, লেজার ভিশন, জি সিরিজের ব্যানারে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল,মিলন, সালমা, রুবেল খন্দকার ও সামজ। 

রাজু আহম্মেদ বলেন, ‘৫টি ভিডিওতে দর্শকরা ভিন্ন ভিন্ন গল্প পাবেন। গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে চমৎকার লোকেশনে। আশা করছি আমার কাজ দর্শক-শ্রোতাদের বিনোদিত করবে। 

তিনি বলেন, ‘ আমি গল্প নিয়ে কাজ করতে ভালোবাসি। কারণ একটি ১০মিনিটের গল্প ১০ সেকেন্ডের মাধ্যমে বুঝিয়ে দিতে হয় বিজ্ঞাপনে। গান আমার খুব ভালো লাগে। তাই বিজ্ঞাপনের পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ করছি।’ 

এই নির্মাতা আরও বলেন, ‘এ সময়ের শ্রোতাদের চাহিদা থাকে গানের অডিওর পাশাপাশি মিউজিক ভিডিওর। তাই এখন মিউজিক ভিডিও নির্মাণে শিল্পীরাও মনোযোগী হচ্ছেন।’   

উল্লেখ্য, এর আগে রাজু আহম্মেদ নির্মাণ করেছেন ‘কাজল সুপার নাইট কয়েল’, ইমরানের কণ্ঠে ‘আমি নেই আমাতে’ কাজী শুভর কণ্ঠে ‘জাদু’ সামস ভাইয়ের কণ্ঠে ‘ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না’ ও রুবেল খন্দকারের কণ্ঠে ‘আমি চাই না বাড়ি-গাড়ি’।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন