২৬ জুন ২০২৪, বুধবার



রিয়াজের বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

বিনোদন ডেস্ক || ০২ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
রিয়াজের বিরুদ্ধে নির্মাতার অভিযোগ


জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। হুমায়ুন আহমেদের নাটক থেকে শুরু করে বিজ্ঞাপন-চলচ্চিত্র, সবকিছুতেই সাবলীল তিনি। সম্প্রতি এই নায়কের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ করেছেন নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। 

শনিবার (১ এপ্রিল) প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করে রিয়াজের বিরুদ্ধে চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ করেন এই নির্মাতা।

হারুনুর রশীদ কাজলের দাবি, তার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ-এর বিজ্ঞাপন নির্মাণের জন্য চিত্রনায়ক রিয়াজকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিলো। কিন্তু তিনি নির্মাতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে রংপুর ক্যামিকেলের কর্মকর্তাদের কাছ থেকে নিজেই বিজ্ঞাপনের কাজটি নেন।

এদিকে হারুনুর রশীদ কাজলের এমন অভিযোগে হতাশ চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, ‘আজ দেখলাম তিনি (জ্যাম্বস্ কাজল) বিষয়টি নিয়ে নানা রকম অপ্রীতিকর কথা বলছেন, মিথ্যা অভিযোগ করছেন। তিনি কোন উদ্দ্যেশ্যে এমন কথা বলছেন আমি জানি না। বিষয়টি নিয়ে আমি খুবই আপসেট।’

তিনি আরও বলেন, ‘আমি পরিচালক নই। আমি শুধু অভিনয় করেছি। আমার মনে হচ্ছে, তিনি (জ্যাম্বস্ কাজল) মানসিকভাবে সুস্থ থাকলে এ ধরনের কাজ করতেন না। আমি তার সুস্থতা কামনা করছি।’

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন