২৫ জুন ২০২৪, মঙ্গলবার



টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ১৩ জুন, ২০২৪, ০৮:০৬ পিএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার (১৩ জুন) রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে টিম টাইগার। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে টস হতে। বৃষ্টি থামার পর টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। টাইগার টিমে আজ কোনো পরিবর্তন করা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামা একাদশই থাকছে আজ। খেলা দেখাচ্ছে নাগরিক টিভি ও টফিতে। 

এবারের বিশ্বকাপে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানাডাইনস কিংসটাউন শহরে হচ্ছে এই ম্যাচটি। বিখ্যাত এই স্টেডিয়ামটির নাম আর্নস ভেল। সমুদ্রের তীরে এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি। 

বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জিতেছিল। পরের ম্যাচে মাত্র ৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। 

প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। ডি গ্রুপে ৩ ম্যাচের সবগুলো জিতে দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দুই ম্যাচের একটিতে জিতে, আরেকটিতে হেরে বাংলাদেশের পয়েন্ট দুই। নেদারল্যান্ডসও একই সমীকরণে। তবে রান রেটের ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ন। আজ জিতলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। 

ডি গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নিয়ে নেপাল চতুর্থ এবং ৩ ম্যাচে এক পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে ৫ম স্থানে। তবে আজকের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে আশা বেঁচে থাকবে শ্রীলঙ্কার। আর বাংলাদেশ জিতলে টাইগাররাই খেলবে কোয়ার্টার ফাইনালে। 



আরো পড়ুন