২৬ জুন ২০২৪, বুধবার



সিনেমা ছাড়া এসেও নিজেকে তৈরির সুযোগ রয়েছে: ভাবনা

বিনোদন ডেস্ক || ১৭ মে, ২০২৪, ০৫:০৫ এএম
সিনেমা ছাড়া এসেও নিজেকে তৈরির সুযোগ রয়েছে: ভাবনা


ফ্রান্সের কান সৈকতে পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসবের। গত ১৪ মে ৭৭তম আসরের উদ্বোধন হয়, যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। বিশ্ব চলচ্চিত্রের এই বিশাল আয়োজনে বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নিয়ে থাকেন। এবার এই উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

প্রথমেই তারকা উৎসবে অংশ নেয়ার ব্যাপারে বলেন, ‘পুরো পৃথিবী থেকে সিনেমা প্রেমীরা সিনেমা, নেটওয়ার্কিং, কানেকশন এবং এখানকার (ফ্রান্স) সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। আমিও তাই এসেছি।’

তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমার সবসময়ই ইচ্ছা ছিল কান উৎসবে আসব। বলা যায় এটা আমার ক্যারিয়ারের একদম শুরু থেকেই ইচ্ছা ছিল। তো এবার আসা হলো। আমি যদি ক্যারিয়ারের শুরুর দিকে আবেদন করতাম, হয়তো তখন এই সুযোগ না পেতে পারতাম। এখানে আসার পেছনে যে সিনেমা থাকতে হবে, এমনটা নয়। সিনেমা ছাড়া এসেও অনেক কিছু আবিষ্কার ও নিজেকে তৈরির সুযোগ রয়েছে। সামনে সিনেমা নিয়ে যদি আসতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে।’







আরো পড়ুন