২৬ জুন ২০২৪, বুধবার



শতকের আগেই ২ উইকেট হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ২৮ নভেম্বর, ২০২৩, ১১:১১ এএম
শতকের আগেই ২ উইকেট হারালো বাংলাদেশ


ওপেনার জাকির হাসানের পর প্যাভিলিয়নে ফিরেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। প্রথম পর উইকেটের পর ক্রিজে আসেন তিনি। এসেই আক্রমণাত্মক মনোভাবে খেলতে থাকেন।  একের পর এক শট মারতে থাকেন। বেশ দারুণ ভাবে রান তুলতে থাকেন। তবে ফিফটির আগেই উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। আউট হওয়ার আগে ৩৭ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক  শান্ত। 

এদিন বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। ইনিংসের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা দুজন। তবে ম্যাচের ১৩তম ওভারে এ জুটিতে আঘাত হানেন অ্যাজাজ প্যাটেল। তার ঘূর্ণিতে সাজঘরে ফেরেন জাকির (১২)।

এরপর ক্রিজে আসেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। তিনিও ক্রিজে থিতু হওয়ার আগে  গ্লেন ফিলিপসের বলে ৩৭ রান করে ফেরেন তিনি। এর পরে উইকেটে আসনে মুমিনুল হক। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন জয়।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন