২৬ জুন ২০২৪, বুধবার



রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান সিইসির

স্টাফ রিপোর্টার || ০১ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান সিইসির


সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে সংলাপ করার আবহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

মঙ্গলবার (১ আগস্ট) নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

বৈঠকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও ইসি সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

কাজী হাবিবুল আউয়াল জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও বিশ্বাস করেন দলগুলোর সাথে সংলাপ প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সংলাপ ছাড়া সংকটগুলো রাজপথে মীমাংসা করার বিষয় নয়। এই কমিশনের পক্ষ থেকে আমি মনে করি, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা খাওয়া উচিত। তারপরে আলোচনা করে এই সংকটগুলো নিরসন করা উচিত।’

হাবিবুল আউয়াল বলেন, ‌‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকটটা বিরাজ করছে, তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক সহজ হবে।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন