০৬ মে ২০২৪, সোমবার



কয়লা নিয়ে মাতারবাড়ী বন্দরে আরেক জাহাজ

কক্সবাজার সংবাদদাতা || ২৩ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
কয়লা নিয়ে মাতারবাড়ী বন্দরে আরেক জাহাজ


কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় ৬৫ হাজার টন কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে বিশাল জাহাজ। এ নিয়ে গত দুই মাসে এলো ৩ লাখ টনের বেশি কয়লা।

শুক্রবার (২৩ জুন) বেলা ১১টায় পানামা পতাকাবাহী ‌‘নাবিওস অ্যাম্বার’ জাহাজটি মাতারবাড়ী গভীর সমুদ্রের কৃত্রিম জেটিতে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ আহমেদ।

এদিকে, কয়লা আসায় পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আবার উৎপাদনে ফিরছে। জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। আগামী রোববার থেকে কেন্দ্রটির আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা রয়েছে। 

পায়রা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদনের সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। কয়লা না থাকায় বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ৫ জুন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ডলার-সংকটে বিল বকেয়া থাকায় এ বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। পরে দ্রুত কয়লা আনার ব্যবস্থা করা হয়।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন