১৯ মে ২০২৪, রবিবার



টস জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৫ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
টস জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ


প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয়ের পর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৫ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছিল টাইগার বাহিনী। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি ওপেনার লিটন দাস। তবে তারপরও দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। বারবার ব্যর্থ হওয়ায় এই ম্যাচে লিটনকে বসিয়ে পারভেজ হোসেন ইমনকে খেলানো হবে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত লিটনেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচে উইনিং কন্ডিশন ভাঙেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির দলটির ওপরেই ভরসা অধিনায়ক শান্তর।

সফরকারী জিম্বাবুয়ে দলে আছে দুটি পরিবর্তন। শন উইলিয়ামস ও ওয়েলিংটন মাসাকাদজাকে বসিয়ে এই ম্যাচে দুই নতুন মুখের অভিষেক ঘটাচ্ছে জিম্বাবুয়ে। তারা হলেন জোনাথন ক্যাম্পবেল ও আইনসলে এনডিলভু।

বাংলাদেশ একাদশ: বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি (উইকেটকিপার), ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদানদে, জোনাথান ক্যাম্পবেল, রায়ান বার্ল, লাইক জঙ্গুয়ে, আইনসলে এনডিলভু, রিচার্ড এনগারভা ও ব্লেসিং মুজারাবানি।



আরো পড়ুন