০২ এপ্রিল ২০২৫, বুধবার



ঝাঁজ কমেছে পেঁয়াজের, দাম বেড়েছে সবজির

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৬ মে, ২০২৪, ০৬:৩৫ এএম
ঝাঁজ কমেছে পেঁয়াজের, দাম বেড়েছে সবজির


ভারত থেকে পেঁয়াজ আসার খবরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজি ১০ টাকা। ৭০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তবে, এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা। সোমবার (৬ মে) সকালে হিলির সবজির বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 

বাজার ঘুরে দেখা গেছে, ৩০ টাকা কেজি দরের পটল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৬০ টাকা কেজি দরের করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা। ৩০ টাকা কেজি দরের বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৪০ টাকা দরের  আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এভাবে সবধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে। 

বাজারে সবজির কিনতে এসেছেন মো. আরফান আলী। তিনি বলেন, ‘যেভাবে সবজির দাম বাড়ছে, এতে আমাদের মতো নিম্নবিত্তের মানুষদের খুব কষ্ট হচ্ছে। দিন যে কয় টাকা আয় হয়, সবজির কিনতেই শেষ। আমিষের কথা তো ভাবাই যায় না।’ 

আরফান আলী বলেন, ‘কিছুদিন আগে যে বেগুন ১০ টাকা কেজি কেনার ক্রেতা ছিল না, সেই বেগুন আজ সোমবার (৬ এপিল) ৫০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।’ 

আরেক ক্রেতা মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রতিদিনই সবজির দাম বাড়ছে। এক সপ্তাহ আগে করলার কেজি ছিল ৪০ থেকে ৬০ টাকা। আজ কিনতে হলো ৮০ টাকা কেজি দরে। রসুনের কেজি ছিল ১২০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।’

জসিম উদ্দিন আরও বলেন, ‘তবে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে, এমন খবরে পেঁয়াজের দাম গতকালের  (৫ এপ্রিল) চেয়ে কেজিতে ১০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।’ 

সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনসেকে বলেন, ‘হিলিতে এসব সবজির আবাদ হয় না। পাশের উপজেলা বিরামপুর বা পাঁচবিবি থেকে এসব সবজি পাইকারি কিনে এনে হিলিতে বিক্রি করতে হয়। মোকামেই সবজির দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে। তাই আমাদেরও কেজিতে ২০ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘১০ টাকা বেশি দিয়ে কিনলেও পরিবহন খরচ আরও ৫ টাকা পড়ে। আর কেজিতে ৫ টাকা লাভ রেখে বিক্রি করি। অনেক সময় বিক্রি না হলে কাঁচা সবজি পচে নষ্ট হয়ে যায়। তখন আবার লোকসানের মুখে পড়তে হয়।’ 



আরো পড়ুন