১৯ মে ২০২৪, রবিবার



বোরো ধান কাটা শেষ: আছে আনন্দ, আছে চিন্তা

তানভীর আহমেদ, সুনামগঞ্জ || ০৬ মে, ২০২৪, ০১:০৫ পিএম
বোরো ধান কাটা শেষ:  আছে আনন্দ, আছে চিন্তা


সুনামগঞ্জ জেলার ছোট-বড় ১৩৭টি হাওরের বোরো ধান কাটা শেষ হয়েছে।  বাকি রয়েছে ধান মাড়াই ও শুকানো। কৃষিবিভাগ বলছে, ধান রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। তবে, জেলায় রোববার (৫ মে) থেকে বৃষ্টি ও নদ-নদীর পানি বাড়তে শুরু করায় ধান শুকানো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

স্থানীয়রা বলছেন, হাওরের জেলা সুনামগঞ্জের প্রায় ৮০ শতাংশ মানুষ ধান উৎপাদনের ওপর নির্ভরশীল। এই এক ফসলের ওপর নির্ভর করে পুরো পরিবারের এক বছরের খাবার, সব ধরনের ব্যয়, বিয়ে-শাদি ও সন্তানদের লেখাপড়ার খরচ। এই ধান তুলতে পারলেই হাওরপাড়ের কৃষকেরা ধানে ‘ধনী’ হয়ে ওঠেন। তবে কোনো কারণে গোলায় ধান না উঠলে হাওরে বেদনা ভর করে। কৃষক পরিবারে নেমে আসে দুর্বিষহ অন্ধকার। 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জে ও জেলার উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল নেমে আগাম বন্যা দেখা দেয় হাওরে। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফসল রক্ষাবাঁধ ভেঙে কিংবা বাঁধ উপচে হাওরের ফসল তলিয়ে ফেলে। ২০১৭ সালের হাওর-বিপর্যয়ের সেই দুঃসহ স্মৃতি এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। সে বছর হাওর থেকে একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ‘এবার ধানের ফলন ভালো হয়েছে। জেলার হাওরের শতভাগ এবং হাওর বহির্ভূত এলাকার ৬৫ ভাগ সবমিলিয়ে গড়ে ৯২ ভাগ এলাকার বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে। গত বারের চেয়ে এবার আরও ১১০ কোটি টাকার বেশি ধান উৎপাদিত হবে। গত বছর ৯ লাখ ৬ হাজার ৬৪৯ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছিল। এবার ৯ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হবে। যার বাজার মূল্য প্রায় ৪ হাজার ১১০ কোটি টাকা।’

তাহিরপুর উপজেলার মাটিয়ান কৃষক খসরুল আলম বলেন, ‘১০-১২ কিয়ার জমিতে বোরো ধান রোপণ করছিলাম, আলহামদুলিল্লাহ ধান কাটা শেষ হয়েছে। ফলনও ভালো হয়েছে।’ 

বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের কৃষক আশরাফ মিয়া বলেন, ‘মেঘ বৃষ্টির দিন আইছে, ২ দিন ধরে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল নামছে। তিন দিন আগে ধান কাটছিলাম। রোদের কারণে শুকাতে পারতেছি না। তবে উচ্চ ফলনশীল ধান রোপণ করায় ফলন ভালো হয়েছে।’

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘হাওরে শতভাগ ধান কাটা শেষ হয়েছে। হাওর বহির্ভূত এলাকার ৬৫ ভাগ কাটা শেষ হয়েছে। জেলায় সব মিলিয়ে ৯২ ভাগ এলাকার বোরো ধান কাটা শেষ হয়েছে।’  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন