১৯ মে ২০২৪, রবিবার



টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৬ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


চলতি বিশ্বকাপে সাত ম্যাচ খেলে টানা ছয় ম্যাচ হারে কোণঠাসা হয়ে আছে বাংলাদেশ দল। নিজেদের সপ্তম বিশ্বকাপ আসর থেকে সবার আগে ছিটকে পড়েছে সাকিব বাহিনী। তবে খানিকটা সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। এজন্য প্রয়োজন বিশ্বকাপে নিজেদের বাকি দুই ম্যাচে জয়। এমন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 

সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব  আল হাসান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

দিল্লিতে চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গিয়েছে । টার্গেটে স্বাভাবিকভাবেই রানের প্রত্যাশা থাকবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। এমন ম্যাচে এক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ :  লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, দুসমন্থ চামিরা, দিলশান মধুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন