গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্যভাবে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেন রিংকু সিং। রোববার (৯ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৩তম ম্যাচের শেষ ওভারে এই কৃতিত্ব গড়েন রিংকু। তার ইনিংসে মুগ্ধ হয়েছে ক্রিকেটপ্রেমীরাও। ইতোমধ্যেই রিংকুর প্রশংসার বন্যা চলছে সর্বত্র।
তবে আইপিএল-এ রিংকু একাই নন, এক ওভারে পাঁচ ছক্কা হাঁকানোর নজির রয়েছে আরও চারটি ম্যাচে।
প্রথম ২০১২ সালের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ক্রিস গেইল পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বোলার রাহুল শর্মাকে এক ওভারে পাঁচ ছয় মেরেছিলেন। সেই ম্যাচে গেইল ৮১ রান করে আউট হয়ে যান।
২০২০ সালের আইপিএলে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকানোর ঘটনা ঘটিয়েছিলেন রাহুল তেওটিয়া। সেবার পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালসের হয়ে রাহুল তেওটিয়া প্রতিপক্ষের কটরেলকে একই ওভারে পাঁচটি ছক্কা মারেন। সেদিন ব্যাট হাতে ৩১ বলে ৫৩ করেছিলেন তেওটিয়া।
২০২১ সালের আইপিএলে দ্বিতীয় পর্বের ম্যাচে বেঙ্গালুরুর বোলার হর্ষল প্যাটেলকে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তবে জাদেজার এই ইনিংস ছিল প্রথমে ব্যাট করার সময়। তিনি ২৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।
২০২২ সালের একক ভাবে না হলেও আইপিএলে কলকাতার বোলার শিবম মাভি এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেনর লখনৌ সুপার জায়ান্টসের দুই ব্যাটার মার্কাস স্টোইনিস এবং জেসন হোল্ডার ।
ঢাকা বিজনেস/এমএ/