২৯ জুন ২০২৪, শনিবার



হিলিতে ফের বাড়লো পেঁয়াজ-কাঁচামরিচের দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৩ আগস্ট, ২০২৩, ১২:০৮ পিএম
হিলিতে ফের বাড়লো পেঁয়াজ-কাঁচামরিচের দাম


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজ- কাঁচামরিচের দাম। পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭ টাকা আর কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। 

গত সপ্তাহে বৃহস্পতিবার (২৭ জুলাই) খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। আর ১২০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পেঁয়াজ-কাঁচামরিচ কিনতে বেশি দাম পড়ছে। তাই আমরা বেশি দামে বিক্রি করছি।

পেঁয়াজ ক্রেতা মধ্যবাসুদেবপুর গ্রামের মো. ভুট্রু মিয়া বলেন, ‘গত সপ্তাহে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ কিনেছিলাম ২৮ টাকা কেজি দরে। আর এক সপ্তাহ পর আজ কিনতে হলো ৩৫ টাকায়। কেজিতে ৭ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।’ 

কাঁচামরিচ ক্রেতা ইসমাইলপুরের আব্দুল লতিফ বলেন, ‘কাঁচামরিচের দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। ৭ দিন আগে যে দেশি কাঁচা মরিচ ১২০ টাকা কেজি ছিল আজ ১৪০ টাকা দরে কিনতে হলো।’ 

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মো. মোকারম হোসেন বলেন, ‘গেলো সপ্তাহের চেয়ে এই সপ্তাহে পেঁয়াজের দাম একটু বেশি। গেলো সপ্তাাহে পাইকারদের কাছ থেকে ২৫ টাকা কেজি দরে কিনে ২৮ টাকায় বিক্রি করি। আজ প্রকারভেদে ৩০ থেকে ৩৩ টাকা পাইকারি কিনে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

খুচরা কাঁচামরিচ বিক্রেতা মো. জালাল উদ্দিন বলেন, ‘গত সপ্তাহে পাইকারি বাজারে কাঁচা মরিচ ছিল ১০০ থেকে ১১০ টাকা কেজি। আর আমরা খুচরা বিক্রি করি ১২০ টাকা কেজি। আজ পাইকারি ১২০ থেকে ১৩০ টাকা পড়ছে। আর আমরা খুচরা ১৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ-কাঁচামরিচ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ও মো. বিপ্লব খাঁন ঢাকা বিজনেসকে বলেন, ‘পেঁয়াজ- কাঁচামরিচ পচনশীল পণ্য। তাই বাজারে উঠানামা করে। গত সপ্তাহে হিলিবন্দর থেকে প্রতিকেজি পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে কিনি। আর গতকাল বুধবার কিনতে হয়েছে ৩০ টাকা কেজি দরে। তার সঙ্গে আছে পরিবহন ও লেবার খরচ। সব মিলিয়ে ৩১ থেকে ৩২ টাকা কেজি পড়ছে। আমরা কেউ প্রকারভেদে ৩২ টাকা আবার কেউ ৩৩ টাকা কেজি দরে বিক্রি করছি। খুচরা বিক্রেতারা ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন