২৮ জুন ২০২৪, শুক্রবার



হিলিতে বাড়লো মাছের দাম

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৮ মে, ২০২৪, ১১:০৫ এএম
হিলিতে বাড়লো মাছের দাম


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রতিটি মাছের দাম কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। ১২০ টাকা কেজি দরে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ১৮০ টাকা কেজি দরে রুই মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। ১৮০ টাকা কেজি দরে তেলাপোয়া মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এভাবে প্রতিটি মাছের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষেরা। ক্রেতারা বলছেন, এভাবে মাছের দাম বাড়তে থাকলে আমাদের ভাগ্যে আর আমিষ জাতীয় খাদ্য জুটবে না। আর বিক্রেতারা বলছেন, মাছ চাষিরা তাদের বলেছেন, মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মাছ উৎপাদন খরচও বেড়ে গেছে। তাই বেশি দামে মাছ বিক্রি করতে হচ্ছে। 

বাজারে মাছ কিনতে এসেছেন মো. বজলুর রহমান। তিনি বলেন, ‘আমাদের ভাগ্যে আমিষ জুটবে না। প্রতিদিনই মাছের দাম বাড়ছে। গেলো শনিবার (১১ মে) পাঙ্গাস মাছ কিনি ছোট সাইজের ১২০ টাকা কেজি দরে। আজ (১৮ মে) ওই সাইজের মাছ কিনতে হলো ১৬০ টাকায়।’

আরেক ক্রেতা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘হিলিতে মাছের দাম যে ভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে এখানে সিন্ডেকেট করে মাছ বিক্রেতারা মাছ বিক্রি করছেন। ১৮০ টাকা কেজি দরের রুই মাছ একসপ্তাহ পরেই কিনতে হচ্ছে ২২০  টাকা কেজি দরে। এভাবে প্রতিটি মাছে দামও বেড়েছে। আর মাগুর মাছ, সিং মাছ কেনা তো দূরের কথা।’ 

মাছ বিক্রেতা মো. জাহিদ হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আসলে মাছচাষিরা যা বলছেন। সেটাও ঠিক। যেভাবে মাছের খাদ্যের দাম বেড়েছে, তাতে মাছ উৎপাদন খরচও কয়েকগুণ বেড়ে গেছে।’ 

জাহিদ হোসেন আরও বলেন, ‘বাজারে মাছের সরবরাহ ঠিকই আছে। কিন্তু মাছচাষিদের কাছ থেকে আমাদের বেশি দামে মাছ কিনতে হচ্ছে। প্রতিটি মাছ কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে কিনছি আমরা। আবার খুচরা বিক্রেতারা কেজিতে ২০ টাকা লাভ রেখে বিক্রি করছেন। এই কারণেই মাছের দাম বেড়েছে।’ 

ঢাকা বিজনেস/এনই 



আরো পড়ুন