২৯ জুন ২০২৪, শনিবার



হৃদক্রিয়া বন্ধ হয়ে অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক || ০৭ জুন, ২০২৩, ০৮:০৬ এএম
হৃদক্রিয়া বন্ধ হয়ে অভিনেত্রীর মৃত্যু


হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় রিয়েলিটি টেলিভিশন শো ‘ব্লিং এম্পায়ার’ খ্যাত তারকা অ্যানা শে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২। সোমবার (৫ জুন) শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যানা শে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নেটফ্লিক্স অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

পরিবার এক বিবৃতিতে জানা গেছে, স্নেহময়ী, ক্যারিশম্যাটিক তারকা ও আমাদের উজ্জ্বল ‍নক্ষত্র অ্যানা শে স্ট্রোক করে মারা গেছেন।

ওই বিবৃতিতে আরো বলা হয়, 'অ্যানা আমাদের জীবনকে বেশি গুরুত্ব দেওয়া এবং সূক্ষ্ম জিনিসগুলো উপভোগের শিক্ষা দিয়েছেন। তার প্রভাব জীবন থেকে চিরতরে মিস করব। কিন্তু তাকে আমরা ভুলব না।'

২০২১ সালে যখন রিয়েলিটি সিরিজের প্রিমিয়ার হয়, তখন নেটফ্লিক্সের ‘ব্লিং এম্পায়ার’-এ অভিনয় করেন অ্যানা শে।

‘ব্লিং এম্পায়ার’ হচ্ছে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী ধনী এশিয়ান ও এশিয়ান-আমেরিকানদের একটি নির্বাচিত কাল্পনিক জীবন সম্পর্কে রিয়েলিটি শো। এটি উদ্বোধনী পর্বের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে ৩ পর্বের পর বন্ধ করে দেওয়া হয় শোটি।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন