২৬ জুন ২০২৪, বুধবার



ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে আফগানরা

ক্রীড়া ডেস্ক || ১৫ অক্টোবর, ২০২৩, ০২:১০ পিএম
ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে আফগানরা


বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান। রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচটি।

এর আগে এক সংবাদ সম্মেলনে আফগান কোচ জনাথন ট্রট বলেন, ‌‘আমাদের সবকিছু ৭০ থেকে ৮০ ভাগ ঠিক আছে। বাকি ২০-৩০ শতাংশ ঠিক হলেই আফগানিস্তানের ঘুরে দাঁড়ানো সম্ভব।’

তিনি জানান, ২০১৫ বিশ্বকাপে অভিষেকের পর ওই আসরে শুধু স্কটল্যান্ডের বিপক্ষে একটি জয় ছিল আফগানদের। কিন্তু ২০১৯ আসরে ৯টি ম্যাচের সবগুলোই হেরেছে। দিল্লিতে আজ ইংলিশদের বিপক্ষেও কঠিন পরীক্ষার সামনে তারা। এই ম্যাচে আফগানিস্তানের শুরুটা ভালো হওয়া প্রয়োজন।  

ইংল্যান্ড একাদশ 

জনি বেয়ারস্টো, ডাওয়িড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম ক্যারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রাশিদ ও রিস টপলি।

আফগানিস্তান একাদশ 

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রাশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকি।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন