২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপদসীমার উপরে

টাঙ্গাইল সংবাদদাতা || ১৫ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম
টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপদসীমার উপরে


উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের টাঙ্গাইলের সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  পানি বেড়ে যাওয়ায় জেলায় বন্যা ও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ড সূত্রে এতথ্য জানা গেছে।

পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২৯ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৫ সেন্টিমিটার, বংশাই নদীর পানি মির্জাপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে সব পয়েন্টে পানি বিপদসীমার একটু নিচে  দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙন রোধে আমরা কাজ করছি।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন