১৬ জুন ২০২৪, রবিবার



খালেদা জিয়াকে দেশেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ০২ অক্টোবর, ২০২৩, ০২:১০ পিএম
খালেদা জিয়াকে দেশেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে: তথ্যমন্ত্রী


খালেদা জিয়া যতবার অসুস্থ হয়েছেন, ততবার তিনি দেশেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এবারও খালেদা জিয়াকে দেশেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।’ সোমবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, ‘বিএনপি খালদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে রাজনীতির ইস্যু বানাতে চায়। আবার তারা ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো জ্বলাও-পোড়াও করতে চায়। আদালত যদি চান তাহলে দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাবেন। এটা সম্পূর্ণ আদালতের বিষয়। তবে, সরকার তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা দেশেই করেছে এবং করবে।’

এ সময় সম্প্রচারমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না।’

জিয়াউর রহমানের  ৭৭-এর হত্যাযজ্ঞ নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার ব্যবসায়ীরা কেন কথা বলছেন না, প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ হচ্ছে না। তাই নানা ষড়যন্ত্র হচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের বলছি, এই বিষয়টা নিয়ে দেখবেন।’

খালেদা জিয়াকে রাজনৈতির দাবার গুটি বানানো হয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া হাসপাতালে গেলেই বিএনপি বলে জীবন সংকটাপন্ন। অথচ তারা চায় না যে খালেদা জিয়া সুস্থ থাকুক। এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।’ তিনি আরও বলেন, ‘হাঁটা-বসা কর্মসূচি দিয়ে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি। তারা এখন সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করছে। তবে আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। তবে, মনে হচ্ছে বিএনপি এবার হামাগুড়ি কর্মসূচি দেবে।’

ঢাকা বিজনেস/মাহি/এনই



আরো পড়ুন