ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। আগামী ১৪ মার্চ শেষ হচ্ছে এই আসর। এর পরের দিনই শুরু হচ্ছে ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)।
এদিকে, পছন্দের ক্রিকেটারদের নিজেদের দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ক্লাবগুলো। এবারও সাকিব আল হাসানকে নিজেদের দলে ভিড়িয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। সেখানেই মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।
মোহামেডানের জ্যেষ্ঠ ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে।’
ঢাকা বিজনেস/এম