২৬ জুন ২০২৪, বুধবার



হামলা জোরদার করতে পারে রাশিয়া: জেলেনস্কি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ মে, ২০২৪, ১১:০৫ এএম
হামলা জোরদার করতে পারে রাশিয়া: জেলেনস্কি


রাশিয়া হামলা জোরদার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ  করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।  শুক্রবার (১৭ মে) এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। শনিবার (১৮ মে) আন্তর্জাতিক গণমাধ্যম ব্যারন’স-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পশ্চিমাদের দ্রুত সমাধানের আহ্বানের পরিপ্রেক্ষিতে জেলেনস্কি আর বলেন, ‘‘কিয়েভ কেবল ‘ন্যায্য শান্তি’ চায়।’ আরও আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধজাহাজ পাঠাতে মিত্রদের কাছে আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাশিয়ার জন্যে সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো রুশ অঞ্চলে পশ্চিমাদের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা।’

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সৈন্যদের ধীরে ধীরে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন তার প্রতিরক্ষা লাইন ধরে রাখবে এবং রাশিয়ার বড়ো ধরনের যে কোন অভিযান থামিয়ে দেবে।’ তিনি আরও বলেন, ‘কেউ হাল ছেড়ে দিতে যাচ্ছে না।’

 অলিম্পিকের জন্যে সাময়িক যুদ্ধবিরতির যে, আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘এর মানে দাঁড়াবে মস্কোর হাতে সুবিধা তুলে দেওয়া। রাশিয়া সৈন্য ও গোলাবারুদ পাঠানোর আরও সুযোগ পেয়ে যাবে।’ জেলেনস্কি আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে চীন ও উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। 



আরো পড়ুন