১৭ জুন ২০২৪, সোমবার



ছোটদের বিশ্বকাপেও ভারতকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার জয়

ক্রীড়া ডেস্ক || ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ পিএম
ছোটদের বিশ্বকাপেও ভারতকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার জয়


বড়দের পর ছোটদের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে ধরাশয়ী ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে অজিরা। অস্ট্রেলিয়ার দেয়া ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানে গুটিয়ে যায় উদয় সাহারানের দল। 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল: ২৫৩/৭ (হার্জাস ৫৫, পিক ৪৬*, ওয়েইবগেন ৪৮; রাজ ৩/৩৮, তিওয়ারি ২/৬৩)

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ১৭৪/১০ (আদর্শ ৪৭, অভিষেক ; বেয়ার্ডম্যান ৩/১৫, ম্যাকমিলান ৩/৪৩)




আরো পড়ুন