ছোটদের বিশ্বকাপেও ভারতকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার জয়


ক্রীড়া ডেস্ক , : 11-02-2024

ছোটদের বিশ্বকাপেও ভারতকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার জয়

বড়দের পর ছোটদের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে ধরাশয়ী ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে অজিরা। অস্ট্রেলিয়ার দেয়া ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানে গুটিয়ে যায় উদয় সাহারানের দল। 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল: ২৫৩/৭ (হার্জাস ৫৫, পিক ৪৬*, ওয়েইবগেন ৪৮; রাজ ৩/৩৮, তিওয়ারি ২/৬৩)

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ১৭৪/১০ (আদর্শ ৪৭, অভিষেক ; বেয়ার্ডম্যান ৩/১৫, ম্যাকমিলান ৩/৪৩)



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]