২৬ জুন ২০২৪, বুধবার



চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডিফেন্স। মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। অবশেষে, দুপুর ১২টার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৩০ মিনিটের মতো দেরি হয় দমকল বাহিনীর। তবে, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়‌নি।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন