০২ জুন ২০২৪, রবিবার



টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ০৯ অক্টোবর, ২০২৩, ০৩:১০ পিএম
টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড


বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ২৭ বছর পর মুখোমুখি হয়েছে  নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড । বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ডাচরা। নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পায় নিউজিল্যান্ড অপরদিকে পরাজয় দিয়ে মিশন শুরু করে নেদারল্যান্ডস।

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস ।  টস হেরে ব্যাটিংয়ে নামছে নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী দিনে ছিল না জমকালো আয়োজন। তবে ঠিকই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

দাপুটে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচও ধরে রাখার আশা নিউজিল্যান্ডের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা। ডাচদের হারিয়ে সেমির পথে নিজেদের নিরাপদ রাখতে চায় কিউই বাহিনী। প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দলটি।

নিউজিল্যান্ডের একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার/অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপমান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারমান, বাস ডি লেডে, তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), সিব্রান্ড এঙ্গেলব্রেশ্চট, রলফ ফন ডার মারউই, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন