২৬ জুন ২০২৪, বুধবার



শীর্ষে ওঠার লড়াইয়ে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া ডেস্ক || ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০২ পিএম
শীর্ষে ওঠার লড়াইয়ে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর


চলতি বিপিএলে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন পর্যন্ত দুই দল সমান ৭ ম্যাচ খেলে পেয়েছে ১০ পয়েন্ট। রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে পঞ্চম আসররে চ্যাম্পিয়নরা। তাই এই ম্যাচে হারলে শীর্ষস্থান হারাবে রংপুর। অন্যদিকে চট্টগ্রাম জিতলে তারা চলে যাবে পয়েট টেবিলের শীর্ষে।

এমন মিশনে শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় দিনের প্রথম ম্যাচে টস ভাগ্যে জয় লাভ করেছে রংপুর। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক। 

এদিকে রংপুরে যোগ দিয়েছে বেশ কিছু তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম, প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস ও প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।

রংপুর রাইডার্স একাদশ : নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মেহেদি, শামিম পাটোয়ারী, হাসান মাহমুদ, আশিকুজ্জামানা, টম মোরে, জিমি নিশাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির।

চটগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, শুভাগত হোম, শাহাদাত দিপু, সৈকত আলী, চার্লস ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, কার্টিস ক্যাম্পার, বিলাল খান।





আরো পড়ুন