১৬ জুন ২০২৪, রবিবার



বলিউডে শীর্ষ ধনী শাহরুখ, তালিকায় আছেন যারা

বিনোদন ডেস্ক || ২০ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম
বলিউডে শীর্ষ ধনী শাহরুখ, তালিকায় আছেন যারা


পারিশ্রমিক তো আছেই, এ ছাড়া বিজ্ঞাপন, ব্যবসা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন বলিউড অভিনেতা ও  অভিনেত্রী । লাইফ স্টাইলের পাশাপাশি প্রিয় তারকাদের আয় ব্যায় ও সম্পত্তি পরিমান জানতে আগ্রহের শেষ থাকেনা ভক্তদরে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ২০২৩ সালে বলিউডে শীর্ষ ধনীর তালিকা। যেখানে  চলতি বছরে ৬০০০ কোটি রুপির বেশি সম্পত্তি নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য সিয়াসত ডেইলির প্রকাশিত প্রতিবেদনে নাম রয়েছে হৃত্বিক রোশন, অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার ও আমির খানেরও। 

যেখানে বলিউড বাদশার আয় দেওয়া হয়েছে যেখানে ৭৩৫ মিলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় সেই অঙ্ক দাঁড়ায় ৮ হাজার কোটিরও বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হৃত্বিক রোশন (৪১০ মিলিয়ন ডলার)। তৃতীয় নাম আসে অমিতাভের (৩৭৫ মিলিয়ন ডলার)। চতুর্থ স্থানে আছেন সালমান খান (৩৫৫ মিলিয়ন ডলার)।

এর আগে ২০১৪ সালে শাহরুখ খানকে বিশ্বের দ্বিতীয় ধনী শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আট বছর পরও একই অবস্থান ধরে রেখেছেন তিনি। 

এক নজরে ইন্ডিয়ান স্টারস ইনডেক্স এর দেওয়া ২০২৩ সালে ভারতের শীর্ষ ১০ ধনী অভিনেতা-অভিনেত্রীর  তালিকা।

  • শাহরুখ খান: ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলার
  • হৃতিক রোশন: ৪১০ মিলিয়ন মার্কিন ডলার
  • অমিতাভ বচ্চন: ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার
  • সালমান খান: ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার
  • অক্ষয় কুমার: ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার
  • আমির খান: ২৩৫ মিলিয়ন মার্কিন ডলার
  •  চিরঞ্জীবী: ২০০ মিলিয়ন মার্কিন ডলার 
  •  রাম চরণ: ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার
  • সাইফ আলী খান: ১৫০ মিলিয়ন মার্কিন ডলার
  • নাগার্জুন আক্কিনেনি: ১২৩ মিলিয়ন মার্কিন ডলার 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন