২৬ জুন ২০২৪, বুধবার



সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাকড্রাইভার-হেলপার নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি || ২২ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাকড্রাইভার-হেলপার নিহত


সুনামগঞ্জের নলজুর নদীর কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক-ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার(২২ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সন্ধায় দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রাকের ভেতর থাকা চালক ফারুক মিয়া ও হেলপার জাকির হোসেনের লাশ উদ্ধার করে । নিহত ট্রাক চালক ফারুক মিয়ার বাড়ি কোম্পানীগঞ্জ ও হেলপার জাকির মিয়া এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। সিমেন্ট ভর্তি একটি ট্রাক জগন্নাথপুর আসার পথে সেতু পার হওয়ার সময় স্টিলের পাটাতন খুলে সেতু ভেঙে ট্রাকটি নলজোড় নদীতে তলিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালান।

রড-সিমেন্ট ব্যবসায়ী শাকিল আহমদ বলেন, ‘আমার দোকানের জন্য সিমেন্ট নিয়ে আসছিল ট্রাকটি, আসার পথে এই দুর্ঘটনা হয়।’ 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,‘ব্রিজ ভেঙে নদীতে তলিয়ে যাওয়ার ট্রাকের ভেতর থাকা চালক ফারুক ও হেলপার জাকিরের লাশ উদ্ধার করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন