০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



মাতারবাড়ি সমুদ্রবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার করেসপন্ডেন্ট || ১১ নভেম্বর, ২০২৩, ১১:৪১ এএম
মাতারবাড়ি সমুদ্রবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শনিবার (১১ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে মাতারবাড়ি টাউনশিপ মাঠে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি। এর আগে দুপুরে দেশের প্রথম ও এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে রামুর পথে যাত্রা করেন তিনি। রামু থেকে হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার আগমনে সাজ সাজ রব সমুদ্রের কোলঘেঁষা প্রত্যন্ত জনপদ মাতারবাড়ি। সেখানে এক জনপদের বদলে যাওয়ার সাক্ষী সাগরপাড়ের অগণিত মানুষের দলে দলে যাত্রা। প্রধানমন্ত্রীর আগমন আর জনসভা কেন্দ্র করে সকাল থেকে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

উপচেপড়া আবেগের বহিঃপ্রকাশ জনসভা মাঠে লোকে লোকারণ্য। নজিরবিহীন গণজমায়েতে পূর্ণ মাতারবাড়ি টাউনশিপ মাঠ। দীর্ঘ প্রায় তিন দশক পর মাতারবাড়ি আসা শেখ হাসিনাকে বরণ করে নেন সব শ্রেণী-পেশা মানুষ। 

মাতারবাড়িতে বিদ্যুৎ-জ্বালানির পরিকল্পিত হাব, অর্থনীতির গেমচেঞ্জার গভীর সমুদ্রবন্দরসহ সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপের সুফল তুলে ধরে আগামী নির্বাচনে ব্যালটে তার প্রতিদান দেওয়ার কথা জানান মাতারবাড়িবাসী।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন