২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



বাগেরহাটে নকল পণ্য রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা

বাগেরহাট করেসপন্ডেন্ট || ০৩ জুলাই, ২০২৩, ১০:৩৭ এএম
বাগেরহাটে নকল পণ্য রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা


বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকায় অভিযান চালিয়ে নকল আমের জুস, ট্যাংক, বিড়ি, গুল, শিশু খাদ্যসহ  বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।  এই সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে  ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  সোমবার (৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে  এই জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

আল ইমরান বলেন, ‘নামি-দামি কোম্পানির নকল পণ্য বাগেরহাটের বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে প্রথমে আমিন শেখ বাবুর দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বাবু পালিয়ে যান। পরে তার দোকানে থাকা সব নকল পণ্য উদ্ধার করা হয়। কর্মচারীদের জিজ্ঞাসাবাদে নকল পণ্য তৈরির গোডাউনের তথ্য পাওয় গেছে। গোডাউনটি সিলগালা করা হয়েছে।  দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা নকল সব পণ্য ধ্বংস করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন