২৬ জুন ২০২৪, বুধবার



থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || ৩০ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম
থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৯


থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তিন শিশুসহ ৯ জন নিহত ও আহত হয়েছেন ১১৫ জন। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা সানগাই কলকে এ ঘটনা ঘটে। রাত নয়টার দিকে বিকট শব্দ শোনা যায়। ভয়াবহ বিস্ফোরণের শব্দে অনেকে ভবন কেঁপে উঠেছে, জানালার অংশ ছিন্নভিন্ন হয়েছে। ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। গুদাম ঘরের পাশেই ভবন নির্মাণের কাজ চলছিল।

বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রযুক্তিগত সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর স্যানন পঙ্কাকসর্ন বলেন, ‘ভবন নির্মাণের সময় ইস্পাত ব্যবহারে ত্রুটি ছিল।’ 

যাদের বাড়ি ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে তারা জানান, ‘বিস্ফোরণে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছে। মনে হয়েছে ভয়াবহ এক বজ্রপাত হয়েছে।’ 

ছয় বছর আগে ইন্দোনেশিয়াতে এ ধরনের একটি ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়। গত পাঁচদিন আগে থাইল্যান্ডের উত্তরে এ ধরনের আরও একটি ঘটনায় একজন নারী নিহত হন ও ১০ জন আহত হন। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন