১৭ জুন ২০২৪, সোমবার



ফাইনালের পথে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || ১৬ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম
ফাইনালের পথে অস্ট্রেলিয়া


 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। যেখানে প্রোটিয়াদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পেয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ফিফটি তুলেনিয়েছেন ট্রাভিস হেড। কলকাতার ইডেন গার্ডেন্সে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৪.১ ওভারে ৩ উইকেটে ১০৬ রান। ক্রিজে স্মিথ ৯ ও লাবুশেনে ৪ রানে ব্যাট করছেন।

কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২১৩ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। ধীরে ধীরে রানের গতি বাড়ান এ দুই ব্যাটার। ম্যাচের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ওয়ার্নারকে বোল্ড করেন মার্করাম। আউট হওয়ার আগে ১৮ বলে ২৯ করেন এ বাঁ-হাতি ব্যাটার।

পরে ক্রিজে আসেন মিচেল মার্শ। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন তিনি। রাবাদার বলে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে তাকে প্যাভিলিয়নের পথ দেখান ডুসেন।

এরপর উইকেটে আসেন স্টিভেন স্মিথ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন হেড। সেই সঙ্গে অর্ধ শতক পূরণ করেছেন হেড। ৪০ বলে ফিফটি করেন তিনি।

ম্যাচের ১৫তম ওভারে হেডকে বোল্ড করেন কেশব মহারাজ। সাজঘরে ফেরার আগে ৬২ করেন তিনি। তার বিদায়ে ক্রিজে আসেন মার্নাস লাবুশেনে।

ঢাকা বিজনেস/এমএ/





আরো পড়ুন