২৬ জুন ২০২৪, বুধবার



বিশ্বকাপের আগে নতুন দলের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম
বিশ্বকাপের আগে নতুন দলের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ


চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই বিশ্ব আসরকে সামনে রেখে দলগুলো নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশও শুরু করে দিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি। বৈশ্বিক আসরের আগে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বশেষ সিরিজ ছিলো টাইগারদের। তবে, নতুন করে বেড়েছে আরও একটা সিরিজ। 

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই বিশ্বকাপ দল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। বিসিবির দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। দ্বিপক্ষীয় সিরিজ হওয়ায় যুক্তরাষ্ট্রকেও বিশ্বকাপ পরবর্তী সময়ে আতিথেয়তা দেবে বিসিবি।

বিসিবির একটি সূত্র জানায়, ডালাসে যুক্তরাষ্ট্র টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হয়েছে। সিরিজ খেলা নিশ্চিত হলেও ম্যাচের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। 



আরো পড়ুন