২৬ জুন ২০২৪, বুধবার



রবীন্দ্র পুরস্কার পেলেন জবি অধ্যাপক ড. লাইসা

জবি প্রতিনিধি || ০২ মে, ২০২৪, ১০:০৫ এএম
রবীন্দ্র পুরস্কার পেলেন জবি অধ্যাপক ড. লাইসা


‘রবীন্দ্র পুরস্কার ২০২৪’ পেলেন রবীন্দ্র সংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা। মঙ্গলবার ৩০ (এপ্রিল) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীকে এবং রবীন্দ্র সংগীত চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমেদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে। আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এই পুরস্কারটি রবীন্দ্র সংগীতের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে আরও সুন্দরভাবে মন-প্রাণ দিয়ে ভালোভাবে কাজ করব। এটা যেমন দায়বদ্ধতা বাড়িয়ে দিলো, সেই সঙ্গে নতুন সূচনা।

ঢাকা বিজনেস/মেহেদী/ 



আরো পড়ুন