১৭ জুন ২০২৪, সোমবার



বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ক্রীড়া ডেস্ক || ২৪ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যারা


দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টটির ১৩তম আসর পর্দায় উঠতে দেড় মাসেরও কম সময় বাকি। বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। ওয়ানডে বিশ্বকাপের আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে খেলবে সাকিব বাহিনী।

বিশ্বকাপে ১০টি দল অংশ নিবে। সবগুলো দলই দু’টি করে ম্যাচ খেলবে। গুয়াহাটি, হায়দারাবাদ ও তিরুবানানথপুরম স্টেডিয়ামে ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে প্রস্তুতি ম্যাচ চলবে ৩ অক্টোবর পর্যন্ত। 

২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।

২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলংকা ছাড়াও আরও দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। হায়দারাবাদে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তিরুবানানথপুরম খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। 

৩০ সেপ্টেম্বর গুয়াহাটিকে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একই দিন তিরুবনন্তপুরমে খেলবে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস।

২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ছাড়াও মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের ভেন্যু তিরুবনন্তপুরম।

প্রস্তুতি ম্যাচের শেষ দিন, ৩ অক্টোবর তিনটি ম্যাচ রয়েছে। ম্যাচগুলো হলো- আফগানিস্তান-শ্রীলংকা, ভারত-নেদারল্যান্ডস ও পাকিস্তান-অস্ট্রেলিয়া।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন