১৮ মে ২০২৪, শনিবার



নেদারল্যান্ডসকে ৪১১ রানের বড় টার্গেট দিলো ভারত

ক্রীড়া ডেস্ক || ১২ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম
নেদারল্যান্ডসকে ৪১১ রানের বড় টার্গেট দিলো ভারত


বিশ্বকাপের লিগ পর্ব এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। আসরে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪১০ রানের বড় সংগ্রহ করেছে ভারত। ফলে জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ৪১১ রান।

রোববার দুপুরে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধন করতে আসেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছেন দুই ওপেনার। পাওয়ার প্লে’তে করেন ৯১ রান।। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শতক রানের জুটি গড়ে ভারত। দলীয় স্কোর ১০০ হওয়ার পরই উদ্বোধনী জুটি ভাঙেন পল ফন মিকিরিন।ইতোমধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করা গিল ফেরেন ৫১ রানে। 

গিল থামলেও আক্রমণ অব্যাহত রাখেন রোহিত। দেখে-শুনে খেলে ক্যারিয়ারে ৫৪তম ফিফটি পূরণ করেন রোহিত শর্মা। ফিফটির পর পরেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

রোহিতের আউট হওয়ার পর পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি বিরাটও। দলীয় ২৮.৪ ওভারে রুলফ ফন ডার মারউইয়ের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরেছেন বিরাট। যাওয়ার আগে তিনি খেলেন ৫৬ বলে ৫১ রানের ইনিংস। এরপর মাঠে নামেন লোকেশ রাহুল।

লোকেশ রাহুল নামার পর তাকে ভালোভাবে সঙ্গ দেন শ্রেয়স। এই দুইজন ভারতীয় ব্যাটার মিলে গড়েন ২০৮ রানের জুটি। ইতোমধ্যে ক্যারিয়ারে চতুর্থ শতক পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ও এদিন ঝড়ো এক ইনিংস উপহার দেন কেএল রাহুল। ৬২ বলে তুলে নেন সেঞ্চুরি।  

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন