২৬ জুন ২০২৪, বুধবার



দেশকে এগিয়ে নিতে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে কাজ করতে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
দেশকে এগিয়ে নিতে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে কাজ করতে: প্রধানমন্ত্রী


২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও স্মার্ট সরকার, স্মার্ট দক্ষ জনশক্তি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে আরও এগিয়ে যাবে। কারণ, বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই এ দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে ‘

শেখ হাসিনা বলেন, ‘তার সরকার ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ জনগণের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অধিকার পুনরুদ্ধার করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান সংবিধান সংশোধণ করে সব ধর্মের অধিকার রক্ষা ও ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা সংক্রান্ত সব অনুচ্ছেদ বাতিল করেছিলেন। যে অনুচ্ছেদে আমাদের ধর্মীয় নিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছিল।’

হিন্দু সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়ে সরকার প্রধান বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে-প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করবে। দেশটি সবার, কারণ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।’

 হিন্দুদেরকে সংখ্যালঘু না মনে করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন,‘হিন্দু সম্প্রদায়ের লোকেরাও বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের মতোই সমান অধিকার নিয়ে বাস করবেন। আপনারা কেন নিজেদের সংখ্যালঘু বলেন? এদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই। বরং, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। নিজেদের সংখ্যালঘু বা দুর্বল মনে করবেন না। তাছাড়া আপনারা কেনই এমনটা মনে করেন, যেখানে আপনারা এদেশেরই মানুষ?’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এই মাটিতে জন্মেছে- তারা এই মাটিরই সন্তান ও  এ দেশের নাগরিক হিসেবে তাদের সব ধরনের অধিকার রয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন