১৭ জুন ২০২৪, সোমবার



৮ বছরের প্রেম ভেঙেছে অভিনেত্রীর, কেন?

বিনোদন ডেস্ক || ০২ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
৮ বছরের প্রেম ভেঙেছে অভিনেত্রীর, কেন?


রিমঝিম মিত্র, বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি। কখনো খলনায়িকার চরিত্রে আবার কখনো নায়িকার শুভাকাঙ্ক্ষীর চরিত্রে, সবখানেই যেন মানিয়ে যান তিনি। কয়েকটি রিয়েলিটি শো'তেও অংশগ্রহণ করেছেন। অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রেও।  

সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। কপালে সিঁদুর, চন্দনের সাজ, মাথায় ওড়না আর খোঁপায় ফুল। ঠোঁটের কোনায় লজ্জা জড়ানো হাসি। লাল টুকটুকে বেনারসিতে অভিনেত্রী রিমঝিম মিত্রের ছবি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন ‘নতুন জীবন শুরু করেছেন’। 

যদিও কার সঙ্গে বিয়ে, কবে হলো বিয়ে, সে সব কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। তবে কি সত্যি বিয়ে করলেন অভিনেত্রী?

আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়, সবাইকে এপ্রিল ফুল বানিয়েছেন তিনি। তবে তবে সত্যি বিয়ের সানাইটা বাজছে কবে? রিমঝিমের কথায়, ‘এখনই না, তবে তেমন কাউকে পেলে কে বলতে পারে, করতেও পারি।’ 

কিন্তু কেন এখন বিয়ে করতে চাইছেন না অভিনেত্রী? রিমঝিমের বলেন, ‘আসলে ৭-৮ বছরের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ভেঙে যায়। তার পর থেকে সিঙ্গেল। একটা সম্পর্ক মানে তো সময়ের চেয়েও বেশি আবেগ জড়িয়ে।’ রিমঝিমের ভাষ্যমতে, তার প্রাক্তন প্রেমিকের স্থায়ী সম্পর্কে আপত্তি ছিল। সেই কারণে ভেঙে যায় এত বছরের সম্পর্ক। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন