২৬ জুন ২০২৪, বুধবার



ঝাল কমলো কাঁচামরিচের, কেজি ১৫০ টাকা

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা || ০৩ জুলাই, ২০২৩, ১০:০৭ এএম
ঝাল কমলো কাঁচামরিচের, কেজি ১৫০ টাকা


ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে এক ধাক্কায় দাম কমলো ৪৫০ টাকা। এখন ৬০০ টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। রোববার (২ জুলাই) বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত এই চিত্র দেখা গেছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দুই দিন আগে-পরে জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল ৬০০ থেকে ৭০০ টাকা দামে। এমন দাম অব্যাহত থাকায় ভোক্তাদের মাঝে অস্থিরতা বিরাজ করছিল। এরইমধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ার খবরে কেজিতে প্রায় তিনগুণ দাম কমেছে। একদিন আগে কেজিতে ৬০০ টাকা গুনতে হলেও এখন মিলছে মাত্র ১৫০ টাকায়।   

রোববার মরিচ কিনতে আসা ইসমাইল হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে মরিচের অগ্নিমূল্য থাকায় হিমসিম খেতে হচ্ছিল। আজ ধাপেরহাটে এসে ১৫০ টাকা কেজি দরে কিনতে পেরে মনের ভেতর স্বস্তি ফিরেছে। আরও দাম কমতে পারে।’

সোমবার সকালে নজরুল ইসলাম নামের এক বিক্রেতা জানান, বিভিন্ন কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে আমদানি ও সরবরাহও বন্ধ ছিল। তাই দাম বেড়েছে। তবে গত কালের চেয়ে আজ দাম তিনগুণ কমেছে।’

গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, ‘ইতোমধ্যে ভারত থেকে কাঁচামরিচ আসতে শুরু করছে। এছাড়া কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে।’  

ঢাকা বিজনেস/এনই/   



আরো পড়ুন