১৭ জুন ২০২৪, সোমবার



৫০ ট্রলি পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৩২ পিএম
৫০ ট্রলি  পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস


মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, মালিকানাবিহীন এসব পণ্য ধ্বংস করা হয়। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে এসব পণ্য পুড়ানো হয়েছে।  

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, ‘এসব পণ্যের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ সার, পাটবীজ, খাদ্যসামগ্রীসহ অন্যান্য পণ্য। 

তিনি আরও বলেন, ‘২০০৪ সাল থেকে বিভিন্ন সংস্থার জব্দ করা এসব পণ্য হিলি কাস্টমসে জমা ছিল।’ 

এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম, দিনাজপুর মাদক অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।

বুলু/এম



আরো পড়ুন