২৬ জুন ২০২৪, বুধবার



দুরন্ত সূচনার পর জোড়া উইকেট হারিয়ে বিপাকে নেপাল

ক্রীড়া ডেস্ক || ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
দুরন্ত সূচনার পর জোড়া উইকেট হারিয়ে বিপাকে নেপাল


ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন নেপালের দুই ওপেনার। তবে দ্রুতই জোড়া উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে  রোহিত শর্মার দল।সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে নেপালকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার কুশল বুর্তেল এবং আসিফ শেখ। দুজনের উদ্বোধনী জুটিতেই নেপাল ৯.৫ ওভার ব্যাট করে স্কোর বোর্ডে তোলে ৬৫ রান।

নেপালিদের সাবলিল ব্যাটিং দেখে অবাক হচ্ছিলেন অনেকেই। যদিও তাদের এই সাবলির ব্যাটিংয়ে ভারতীয় ফিল্ডারদের অবদান ছিল অনেক। শুরুতেই তিনটি ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। যে কারণে ভয়-ডরহীন ব্যাট করে ১০ ওভারের আগেই ৬৫ রান তুলে এরপর বিচ্ছিন্ন হন তারা।

দশম ওভারের পঞ্চম বলে (৯.৫) গিয়ে প্রথম উইকেটের দেখা পায় ভারত। শার্দুল ঠাকুরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ইশান কিশানের হাতে ক্যাচ দেন কুশাল। এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি ভিম সার্কি। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিদায়ের আগে ১৭ বলে ৭ রান করেন এই ব্যাটার।

এ রিপোর্ট লেখার সময় নেপালের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান। মোট কথা ওপেনিং জুটি ভাঙার পর নেপালের রানের গতিও কমে গেছে অনেক।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন