৫০ ট্রলি পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 13-02-2023

৫০ ট্রলি  পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস

মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, মালিকানাবিহীন এসব পণ্য ধ্বংস করা হয়। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে এসব পণ্য পুড়ানো হয়েছে।  

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, ‘এসব পণ্যের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ সার, পাটবীজ, খাদ্যসামগ্রীসহ অন্যান্য পণ্য। 

তিনি আরও বলেন, ‘২০০৪ সাল থেকে বিভিন্ন সংস্থার জব্দ করা এসব পণ্য হিলি কাস্টমসে জমা ছিল।’ 

এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম, দিনাজপুর মাদক অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।

বুলু/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]