১৭ জুন ২০২৪, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

ঢাকা বিজনেসকে বিএসইসি কমিশনার

পুঁজিবাজারের উন্নয়নে যথেষ্ট কাজ করেছি

মোহাম্মদ তারেকুজ্জামান || ১৭ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
পুঁজিবাজারের উন্নয়নে যথেষ্ট কাজ করেছি কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ


পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করে যাচ্ছে বলে জানালেন সংস্থাটির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারের উন্নয়নে যথেষ্ট কাজ করেছি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি-এর কার্যালয়ে ঢাকা বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এমন একসময় দায়িত্ব পালন করছি, যখন পৃথিবীব্যাপী অস্থিরতা। এমন অস্থির পরিস্থিতিতে এর আগের কোনো কমিশন কাজ করেনি।’ তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারী পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যাসহ নানারকম অস্থির পরিস্থিতিতে বর্তমান কমিশন কাজ করছে। বিশ্বব্যাপী অর্থনৈতিকভাবে যথেষ্ট দুর্বল মুহূর্তে কমিশন সক্ষমতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। ইতোপূর্বে আমরা যে-সব পদক্ষেপ নিয়েছি; সেগুলো পুঁজিবাজারকে অবশ্যই সমৃদ্ধ করেছে। পুঁজিবাজারকে ভঙ্গুর অবস্থা থেকে রক্ষা করেছে। এছাড়াও যে-সমস্ত পদক্ষেপের তাৎক্ষণিকভাবে সরাসরি প্রভাব দেখা না গেলেও অচিরেই দেখা যাবে।’

বিএসইসি-এর এই কমিশনার আরও বলেন, ‘আমাদের ৬০ থেকে ৭০টি কোম্পানি ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে ছিল। সেগুলোর অধিকাংশকেই আমরা মূল মার্কেটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। এ-রকম অসংখ্য উদাহরণ রয়েছে; যেগুলো আমরা বাস্তবায়ন করেছি। আমরা মোটামুটিভাবে স্বার্থক হয়েছি। বাংলাদেশের পুঁজিবাজারকে সমৃদ্ধ করার জন্য আমাদের কমিশন যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছে।’

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে ঋণ নিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর পুঁজিবাজারে বিনিয়োগ প্রসঙ্গে শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘সিএমএসএফ সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগের প্রতিষ্ঠান নয়। এই ফান্ডে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ রয়েছে। সিএমএসএফ সাধারণত আইসিবি-এর মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে। আইসিবি এই ফান্ড থেকে ৬ শতাংশ সুদে অর্থ নিয়ে পুঁজিবাজারে বিনোয়োগ করে। আইসিবি-এর একটা বিনিয়োগ পদ্ধতিগত নীতিমালা রয়েছে। তারা যদি নিয়ম মোতাবেক বিনিয়োগ করে থাকে তাহলে তো প্রশ্নই নেই।’



আরো পড়ুন